২০ জানুয়ারি ২০২৫, সোমবার

ঈদ ঘিরে রেমিটেন্স ঢল, ১৫ দিনে ছাড়াল ২০ হাজার কোটি টাকা

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা প্রায় ২০ হাজার কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি মাসের প্রথম ১৪ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে ১৬৪ কোটি ৬৭ লাখ মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। যা বাংলাদেশি মুদ্রায় (প্র‌তি ডলার ১১৮ টাকা ধ‌রে) ১৯ হাজার ৪৩২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসীরা জুন মাসের প্রথম ১৪ দিনে বৈধপথে (ব্যাংকিং চ্যানেলে) ১৬৪ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার বা ১৯ হাজার ৪৩২ কোটি টাকা পাঠিয়েছেন। সে হিসাবে ঈদের সময় দৈনিক রেমিট্যান্স এসেছে ৯৯১ কোটি টাকার বেশি।

আলোচ্য সময়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৯ কোটি ৪০ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২০ কোটি ৮১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে।

এর আগে গত মে মাসে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ২২৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা গত ৪৬ মাসের মধ্যে সর্বোচ্চ এবং এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে। ওই মাসে রেমিট্যান্স এসেছিল ২৬০ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে ২১০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এরপর ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার এবং এপ্রিলে আসে ২০৪ কোটি ৪২ লাখ মার্কিন ডলার।

 

 

(এইদিনএইসময়/জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ