১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

১৪০০ কোটি টাকা ঋণ পালানোর সময় এস আলমের ঘনিষ্ঠ সহযোগী আটক

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

দুবাই পালানোর সময় এস আলমের ঘনিষ্ঠ সহযোগী আনসারুল আলম চৌধুরীকে আটক করা হয়েছে। তারা বিরুদ্ধে এক হাজার ৪০০ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ রয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, সকালে দুবাই যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে আসেন আনসারুল আলম। ইসলামী ব্যাংক থেকে এক হাজার ৪০০ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ থাকায় ইমিগ্রেশন পুলিশ তার বিদেশ যাওয়া আটকে দেয়। পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনসারুল আলম চৌধুরী বহুল আলোচিত এস আলম গ্রুপের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত। তার গ্রামের বাড়ি উত্তর চট্টগ্রামের রাউজানে।

সূত্র জানায়, সিভিল এভিয়েশন ও বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দিগ্ধ তালিকাভুক্ত ছিলেন আনসারুল আলম।

সর্বশেষ নিউজ