স্বৈরাচার সরকার কতৃক নিয়োগকৃত প্রশাসনের শীর্ষ পদে কর্মরত বিতর্কিত কর্মকর্তাদের প্রত্যাহার, সৎ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে দাবি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকাল ৯ টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাধ্যমে তারা তাদের দাবি সম্বলিত একটি স্বারকলিপি প্রধান উপদেষ্টার কাছে পেশ করবে।
এসময় সংশ্লিষ্ট সকল সহকর্মীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে যেসকল দাবির কথা উল্লেখ করা হয় তার মধ্যে রয়েছে —বৈষম্যের শিকার ও পদন্নোতি বঞ্চিত কর্মকর্তাদের ভূতপেক্ষ জৈষ্ঠতা ও আর্থিক সুবিধা প্রদান এর সাথে সাথে পদোন্নতির প্রজ্ঞাপন অবিলম্বে জারী করা, বিগত সরকার কর্তৃক নিয়োগকৃত সকল চুক্তিভিত্তিক নিয়োগ এবং বর্তমান সরকার কর্তৃক চুক্তিভিত্তিক নিয়োগকৃত বিতর্কিত কর্মকর্তাদের নিয়োগ বাতিল করা।
এ ছাড়া বিগত স্বৈরাচার কতৃক প্রশাসনের শীর্ষ পদে নিয়োগকৃত ইন- সার্ভিস অবিলম্বে প্রত্যাহার করা এবং মাঠ প্রশাসনে কর্মরত বিতর্কিত জেলা প্রশাসকদের প্রত্যাহার করে নিরপেক্ষ কর্মকর্তাকে পদায়ন করা। একই সঙ্গে পূর্বের ফিট লিস্ট বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় লিস্ট করার দাবিও জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আহবায়কএবিএম আব্দুস সাত্তার।
( এএ/ ফারহানা সুমনা)