রাজধানীর বনানীতে কংক্রিট মিক্সার ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার (২৫ মে) সকালে কাকলী বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম জানা গেছে—আশফাকুর রহমান আসিফ (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মেহেদী হাসান। তিনি জানান, মোটরসাইকেলটি রাস্তায় পিছলে পড়ে গেলে পেছন থেকে আসা কংক্রিট মিক্সার ট্রাকটি দুই আরোহীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, মোটরসাইকেলটি মহাখালীর দিকে যাচ্ছিল। এ সময় কাকলী মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।