৪ অক্টোবর ২০২৫, শনিবার

বিক্ষোভরত কর্মচারীদের সঙ্গে দুপুরে বৈঠকে বসছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে চলমান কর্মচারী বিক্ষোভের মধ্যে আজ দুপুর ২টায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সকাল ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জড়ো হন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা। তারা এ সময় সরকারের প্রস্তাবিত সংশোধিত চাকরি অধ্যাদেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং একে নিবর্তনমূলক কালাকানুন হিসেবে অভিহিত করেন।

বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, ১৯৭৯ সালের যেই চাকরি বিধান দেশের সর্বোচ্চ আদালত বাতিল করেছেন, সেটিকেই সরকার নতুনভাবে ফিরিয়ে এনে বিতর্ক সৃষ্টি করছে। তাদের অভিযোগ, এ অধ্যাদেশ বাস্তবায়িত হলে কর্মকর্তাদের মনোভাবের শিকার হবেন তারা এবং তাদের অধিকার মারাত্মকভাবে খর্ব হবে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের প্রতিটি কক্ষে তালা লাগানো হবে। তাদের মতে, এই অধ্যাদেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা প্রতিহত করতে হবে যেকোনো মূল্যে।

সর্বশেষ নিউজ