আজ শুক্রবার (৩০ মে) জাপানের রাজধানী টোকিওতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
বৈঠকটি টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। সকালে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক এই বৈঠকে গুরুত্ব পাবে।

