৪ অক্টোবর ২০২৫, শনিবার

বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বুলবুল, জানালেন লক্ষ্য ও পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
spot_img
spot_img

সবকিছু প্রায় চূড়ান্ত—শুধু বাকি আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) প্রজ্ঞাপন জারি করবে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে বসবে বোর্ড সভা, যেখানে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়ে বুলবুলের নাম ঘোষণা হতে পারে।

এর আগের দিন নাটকীয়ভাবে পদ হারান ফারুক আহমেদ। এনএসসি তাকে পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়, আর সেই শূন্যস্থান পূরণে সাবেক ক্রিকেটার বুলবুলকে মনোনয়ন দেওয়া হয়। বুলবুল নিজেই নিশ্চিত করেছেন, তিনি প্রস্তাব গ্রহণ করেছেন এবং দায়িত্ব পালনে প্রস্তুত।

ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট ক্রিকবাজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল বলেন, “আমার প্রধান লক্ষ্য হলো একটি স্বচ্ছ নির্বাচন আয়োজন করা এবং দেশের জন্য সবচেয়ে কার্যকর ক্রিকেট বোর্ড গঠন করা। আমি নিজে নির্বাচন করব না, এটি আমার লক্ষ্য নয়।”

তিনি আরও বলেন, “এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। ক্রিকেট উন্নয়নের সঙ্গে সবসময় যুক্ত থাকলেও এই রকম প্রশাসনিক দায়িত্ব এবারই প্রথম। অফিশিয়ালি এখনো জানি না ঠিক কী দায়িত্ব পাব। তবে যদি এনএসসি থেকে কাউন্সিলর নিযুক্ত হই এবং পরিচালকের দায়িত্ব পাই, তাহলে বোর্ডের পরিচালকরাই ঠিক করবেন আমি সভাপতি হব কিনা।”

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতি নির্বাচিত হন পরিচালকদের মধ্য থেকে, তাদের ভোটের মাধ্যমেই। আজ বিকালের বোর্ড সভায় বুলবুল প্রথমে পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন এবং পরে পরিচালকদের ভোটে বোর্ডের নতুন সভাপতি হওয়ার সম্ভাবনা প্রবল।

সর্বশেষ নিউজ