৪ অক্টোবর ২০২৫, শনিবার

ট্রেনে ফিরতি যাত্রা: ১২ জুনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঈদুল আজহার পর ট্রেনে ফিরতি যাত্রার জন্য ১২ জুনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। অনলাইনে পশ্চিম ও পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট মিলছে নির্ধারিত সময় অনুযায়ী।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের পর ঘরে ফেরা যাত্রীদের কর্মস্থলে ফেরার জন্য ১২ জুনের ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট আজ সোমবার (২ জুন) থেকে বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। ঈদযাত্রাকে কেন্দ্র করে এবারও সব আসনের টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ জুনের টিকিট ৩০ মে, ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন বিক্রি হয়েছে। আগামী ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন থেকে অনলাইনে পাওয়া যাবে।

এবার ঈদের পরে ৭ দিনের ট্রেন যাত্রার টিকিট অগ্রিম বিক্রি হচ্ছে বিশেষ ব্যবস্থায়, যা একবার কিনলে আর ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি আসনের টিকিট একবারে কিনতে পারবেন। একাধিক টিকিট কিনলে, সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় সঠিকভাবে দিতে হবে।

বাংলাদেশ রেলওয়ে আশা করছে, এই অনলাইন টিকিটিং পদ্ধতি যাত্রীদের হয়রানি কমাবে এবং ঈদের ছুটির পর নির্বিঘ্নে কর্মস্থলে ফেরার সুযোগ করে দেবে।

সর্বশেষ নিউজ