২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার

শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ মহাসমাবেশ: ৭ দফা দাবিতে উত্তাল আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ মহাসমাবেশ – পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা—কর্মচারীরা অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, চাকরি স্থায়ীকরণ ও চেয়ারম্যান অপসারণসহ ৭ দফা দাবিতে সোমবার (২ জুন) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো কর্মী সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হন।

সরেজমিনে দেখা যায়:
সমাবেশস্থলে কয়েক হাজার কর্মকর্তা—কর্মচারী উপস্থিত ছিলেন। তারা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ন্যায্য দাবি মেনে নাও , চেয়ারম্যানের পদত্যাগ চাই, চাকরি মোদের স্থায়ী চাই”—ইত্যাদি স্লোগানে সমাবেশ প্রকম্পিত করে তোলে।

আন্দোলনরত কর্মীরা জানান, তারা ১৩ তম দিনের মতো এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। তাই আন্দোলন আরও বৃহত্তর রূপ নিচ্ছে।

সংগঠনের বক্তব্য:
পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম বলেন,

সরকার দাবিগুলো মানেনি বলেই আজকের মহাসমাবেশের ডাক দিতে বাধ্য হয়েছি। দেশের সকল উপকেন্দ্র চালু রেখে সকল কর্মকর্তা—কর্মচারী শহীদ মিনারে অবস্থান নেবেন।”

অংশ নিচ্ছে রাজনৈতিক নেতারাও:
আজকের সমাবেশে ১৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দেওয়ার কথা রয়েছে। এ নিয়ে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ মহাসমাবেশ

পল্লী বিদ্যুৎ সমিতির ৭ দফা দাবি:
১. পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের দমন—পীড়ন চালানো, কর্মপরিবেশ অস্থিতিশীল করা ও ফ্যাসিবাদী আচরণের অভিযোগে আরইবি চেয়ারম্যানের অপসারণ।

এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ অথবা পুনর্গঠন।

মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পোষ্য কর্মীদের চাকরি নিয়মিতকরণ।

মিথ্যা মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহাল।

লাইনক্রুসহ সকল হয়রানি ও শাস্তিমূলক বদলি বাতিল, বরখাস্ত কর্মীদের পুনঃপদায়ন।

জরুরি সেবায় নিয়োজিতদের জন্য শিফটিং ডিউটি বাস্তবায়ন, জনবল ঘাটতি পূরণ।

পূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে সমিতির কার্যক্রম পরিচালনা।

আরো পড়ুন : ঢাকা মহানগর উত্তরে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি ঘোষণা

আন্দোলনের পরিপ্রেক্ষিত:
২০২৪ সালের জানুয়ারি থেকে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা—কর্মচারী আন্দোলন করছেন। মূল দাবির মধ্যে রয়েছে:

আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ

অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন

অনিয়মিতদের চাকরি নিয়মিতকরণ

 

সর্বশেষ নিউজ