ঈদুল আজহাকে কেন্দ্র করে যাতায়াতের ১৫ দিনে সারা দেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১১৮২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। পাশাপাশি রেল ও নৌপথ মিলিয়ে মোট দুর্ঘটনার সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫টি এবং মোট প্রাণহানির সংখ্যা ৪২৭।
সোমবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, রেলপথে ২৫টি দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১২ জন। নৌপথে ১১টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১২ জনের এবং নিখোঁজ রয়েছেন ৬ জন।
মোজাম্মেল হক চৌধুরী জানান, নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে হলে ঈদের আগে অন্তত চার দিনের সরকারি ছুটি দেওয়া প্রয়োজন। সেই সঙ্গে গণপরিবহন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ছোট যানবাহন মহাসড়ক থেকে সরানো, প্রশিক্ষিত চালক, ফিটনেসহীন যানবাহন বন্ধ করা এবং আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ঈদে যাতায়াতের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানি ছিল চরমে। বাস-ট্রেনের ছাদ, পণ্যবাহী যানবাহনে ঝুঁকিপূর্ণভাবে বাড়ি ফিরতে হয়েছে দরিদ্র মানুষদের। রাস্তাঘাটের বেহাল দশা, বৃষ্টির কারণে সৃষ্ট গর্ত এবং টানা গাড়ি চালানোর ফলে ঈদের পরের দিকে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে অধিকাংশই খাদে পড়া কিংবা দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার মতো ঘটনা।