মৌলভীবাজারের প্রবীণ রাজনীতিক ও ইসলামি চিন্তাবিদ দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব আর নেই। তিনি বুধবার (১৮ জুন) সন্ধ্যায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
মরহুম মতলিব মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডের দেওয়ান মঞ্জিলের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন জেলার জামায়াতে ইসলামী শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার জানাজা ও দাফন সম্পন্ন
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা আড়াইটায় মৌলভীবাজার শহরের সৈয়দ শাহ মোস্তফা টাউন ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, ঢাকা উত্তরের আমির সেলিম উদ্দিন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও হাজারো স্থানীয় মানুষ।
জামায়াতের আমিরের শোকবার্তা
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এক শোকবার্তায় তিনি বলেন,
“তাঁর সঙ্গে অনেকের জীবনে স্মরণীয় সম্পর্ক রয়েছে। তিনি এমন একজন মানুষ ছিলেন, যার চেহারা দেখলেই প্রশান্তি অনুভূত হতো। তিনি প্রজ্ঞা, আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। দ্বীনের দায়িত্বশীল একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন তিনি।”
ডা. শফিক আরও বলেন, আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে নেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং তাঁর গুনাহগুলো ক্ষমা করে নেকিতে পরিণত করেন।