সরকারের সমর্থন ছাড়া নির্বাচন বাস্তবায়ন সম্ভব নয়
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন হলেও সরকারের সহায়তা ছাড়া জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।
শনিবার (২১ জুন) সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত নির্বাচনি আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, “নির্বাচন আয়োজন একটি বড় প্রশাসনিক প্রক্রিয়া। এতে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন। সময়মতো সরকারের সঙ্গে আলোচনা হবে এবং কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় সমন্বয় করা হবে।”
তিনি আরও জানান, নির্বাচন কার্যক্রম পরিচালনায় ইসির একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা রয়েছে। প্রয়োজন হলে তা সংশোধন করাও হবে।