২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার

আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আওয়ামী লীগ: জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের ১০ম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। কিন্তু প্রত্যাশিতভাবে দলটি জনসমাবেশ করতে পারেনি। এটি প্রমাণ করে, আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে পড়ছে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যা কিছু প্রয়োজন, সরকার তার সব সহযোগিতা দেবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। আমরা আশা করি, কমিশন জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপদেষ্টা পরিষদের এ সভায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শীর্ষ কর্মকর্তারা অংশ নেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্তার ঘটনার প্রসঙ্গে জাহাঙ্গীর আলম দুঃখ প্রকাশ করে বলেন, মব ভায়োলেন্স আগের চেয়ে অনেক কমে এসেছে, যা ইতিবাচক দিক।

তিনি জানান, ভবিষ্যতের প্রতিটি উপদেষ্টা সভায় নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে রাখা হবে।

সর্বশেষ নিউজ