২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার

৫ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত: জামায়াত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

নতুন বাংলাদেশ দিবস ৫ আগস্ট ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ৮ আগস্ট নয়, বরং ৫ আগস্টই হওয়া উচিত নতুন বাংলাদেশ দিবস। এর আগে গত বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

এছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকেও সরকার ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। একইসঙ্গে, চলমান গণআন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের মৃত্যুদিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

সর্বশেষ নিউজ