দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে (৪০) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে গাজীপুরের জয়দেবপুর মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান তুহিন গাজীপুর জেলার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় বিভিন্ন ইস্যুতে সাহসী রিপোর্টিংয়ের জন্য পরিচিত ছিলেন। তিনি দৈনিক “প্রতিদিনের কাগজ”-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।