জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর বরাবরই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় জামায়াত ইসলামী। এবার আলোচনায় নতুন মাত্রা দিয়েছে দলটির লোগো পরিবর্তন। শিগগির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে তাদের নতুন লোগো।
এরই মধ্যে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো প্রকাশ্যে এসেছে। যদিও দলটির একজন কেন্দ্রীয় নেতা গণমাধ্যমে বলেছেন এটিই চূড়ান্ত লোগো নয়। তবে লোগো যে পরিবর্তন হচ্ছে, সেটি নিশ্চিত করেছেন এই নেতা।
জামায়াতের লোগোতে এতোদিন দেখা যেতো আরবি ভাষায় আল্লাহ শব্দের আকৃতির ওপর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। নিচে আরবি ভাষায় লেখা ‘আক্বিমুদ্দিন’। তবে প্রকাশে আসা নতুন লোগোতে এসব নেই। সেখানে জায়গা করে নিয়েছে কলমের নতুন প্রতীক। সঙ্গে দাঁড়িপাল্লা।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। এসময় তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে জাতীয় পতাকার আদলে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো দেখা যায়। এরপর জামায়াতের লোগো নিয়ে নানান আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে প্রশ্ন তুলেছেন, নতুন লোগোর মাধ্যমে কী বার্তা মূলত দিতে চাচ্ছে দলটি!
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামী এখনও কিছু জানায়নি। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমে বলেছেন, দলটির লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে কোন লোগোটি ব্যবহার করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। আজকের এই লোগো (স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাতে) ভুলবশত ছবিতে চলে আসছে। আগামী কয়েক দিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে।