১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

‘তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর স্বপ্নের বাংলাদেশ’

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে গণঅধিকার পরিষদ (জিওপি)–এর “ট্রাক” প্রতীকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক, সাংবাদিক মো. জাকির হোসেন।

গত ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে থেকে শতাধিক নেতা–কর্মী নিয়ে তিনি রাজধানীর উদ্দেশে রওনা দেন। পরে রাত ১০টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর–এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ফরম ক্রয়ের পর অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেল এবং সঞ্চালনা করেন মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক জাকির হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, গণঅধিকার পরিষদ একটি তারুণ্যনির্ভর রাজনৈতিক দল। তাই তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর স্বপ্নের বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস—ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, উনসত্তরের গণ–অভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে তরুণদের ভূমিকা ছিল অগ্রগণ্য।

তিনি আরও বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ চব্বিশের জুলাইয়ের গণ–অভ্যুত্থান—প্রতিটি রাজনৈতিক পরিবর্তনে নেতৃত্ব দিয়েছে তরুণরা। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন—সবই তরুণদের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল।

নুরুল হক নুর বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ তরুণ। তাই রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় তরুণদের ভূমিকা নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান।

মনোনয়ন ফরম ক্রয়ের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুরের কৃতি সন্তান মুর্তজা মাহাবুব, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সবুজ খান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সম্রাট, সামাজিক ও যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বীর, ঢাকা দক্ষিণ যুব অধিকার পরিষদের সহ–সভাপতি জাকির হোসেন রুবেল ও অর্থ সম্পাদক সজীব হোসেন প্রমুখ।

এ ছাড়া চাঁদপুর জেলা, সদর উপজেলা, পৌরসভা, ফরিদগঞ্জ ও লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ