১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা, অ্যাডভোকেট মোহাম্মদ আলীর জনসভা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
spot_img
spot_img

১৫ বছর রাজনীতির নানা কঠিন পরীক্ষায় অবতীর্ণ ছিলাম। এখন মনোনয়ন পরীক্ষার কার্যক্রম চলছে, খাতা মূল্যায়ন হচ্ছে লন্ডনে। যিনি মূল্যায়ন করছেন তিনি কঠিন মানুষ। বিএনপি যেসব যোগ্যতা ও শর্তের ভিত্তিতে মনোনয়ন দেবে, সেসব পরীক্ষায় আমি উত্তীর্ণ হবো ইনশাআল্লাহ।

এমন মন্তব্য করে দলীয় মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

শনিবার রাতে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি বাইনা বাজারের কছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, মনোনয়ন পেলে এবং জনগণ আমাকে নির্বাচিত করলে মধুপুর ও ধনবাড়ীতে একটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ ও শিল্প-কলকারখানা স্থাপনে উদ্যোগ নেবো।

এ সময় তিনি জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল হক, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, সাবেক সদস্য আনোয়ার হোসেন এবং মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না।

এছাড়া বক্তব্য রাখেন ধনবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইন উদ্দিন, অখণ্ড মধুপুর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক জিএস মামুনুর রশীদ টিয়া, অধ্যাপক আব্দুল আজিজ, খলিলুর রহমান মাস্টার, খন্দকার বজলুর রহমান, ঢাকা উত্তর যুবদলের সাবেক নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ফরিদুজ্জামান, যুবদল নেতা গোলাম মোর্শেদ রনজু এবং শ্রমিকদল নেতা মিজানুর রহমান প্রমুখ।

জনসভায় মহিলা দল নেত্রী পিয়ারা বেগম ও তোফাজ্জল হোসেন টুকুর নেতৃত্বে বিভিন্ন গ্রুপ ও দলের শতাধিক নেতা-কর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর প্রতি আস্থা প্রকাশ করেন।

সর্বশেষ নিউজ