চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন চাঁদপুর–৩ (সদর–হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
সোমবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে বাগাদী চৌরাস্তা ব্রিজের পাশে একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে অ্যাডভোকেট শাহজাহান মিয়া ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
তিনি বলেন, “মানুষের দুঃসময়ে পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পুনর্বাসনে যথাসাধ্য সহযোগিতা করা হবে। এই ধরনের দুর্ঘটনা আমাদের সবাইকে আরও সচেতন হতে অনুপ্রাণিত করবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সেক্রেটারি মো. জোবায়ের হোসাইন খান, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, ৮ নম্বর বাগাদী ইউনিয়ন সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, সেক্রেটারি ডা. আলী হোসাইন, বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
স্থানীয়দের বরাতে জানা গেছে, আগুনে বেশ কয়েকটি দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। তবে দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষতি থেকে এলাকা রক্ষা পেয়েছে।