২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতির ঘটনায় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আরটিভির সিনিয়র রিপোর্টার অরণ্য গফুর ও সাব-এডিটর মাহফুজ উদ্দিন খানকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার (২০ আগস্ট) বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোনো নিয়মনীতি অনুসরণ না করেই আরটিভি কর্তৃপক্ষ ফ্যাসিস্ট আমলের নীতি প্রয়োগ করে দুই সাংবাদিককে চাকরিচ্যুত করেছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগও অগ্রহণযোগ্য।

সাংবাদিক নেতারা অবিলম্বে অরণ্য গফুর ও মাহফুজ উদ্দিন খানকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় পরবর্তী যেকোনো পরিস্থিতির দায় আরটিভি কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে সতর্ক করেন তারা।

সর্বশেষ নিউজ