আরটিভির সহ-সম্পাদক মাহফুজ উদ্দিন খানকে ‘অন্যায়ভাবে’ চাকরিচ্যুত করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে ডিএসইসি নেতারা বলেন, কোনো ধরনের নিয়ম-নীতি অনুসরণ না করেই আরটিভি কর্তৃপক্ষ মাহফুজ উদ্দিন খানকে চাকরিচ্যুত করেছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
সংগঠনের নেতারা অবিলম্বে মাহফুজ উদ্দিন খানকে পূর্বের পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিটি সংগঠনের দফতর সম্পাদক জাফরুল আলম স্বাক্ষর করেছেন বলে জানানো হয়েছে।