২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

আরটিভির দুই সাংবাদিকের চাকরি পুনর্বহাল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জেআরজেএ’র

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আমার দেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা ও আরটিভি থেকে দুই সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জুলাই রেভল্যুশনারী জার্নালিস্ট’স অ্যালায়েন্সের (জেআরজেএ) সদস্য সচিব ইসরাফিল ফরাজী।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, রবিবার বিএনপির গুলশান অফিসে দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলামকে অবরুদ্ধ করে তার ফোন এবং আইডি কার্ড কেড়ে নেওয়াসহ মারধর করার ঘটনা ঘটেছে। সাংবাদিক ও গণমাধ্যমের উপর এ ধরনের নগ্ন হস্তক্ষেপ গণতন্ত্র ও মুক্ত মত চর্চার জন্য হুমকিস্বরূপ। একই সঙ্গে সম্প্রতি আরটিভি থেকে চাকরিচ্যুত দুই সাংবাদিকের চাকরি আগামী ২৪ ঘন্টার মধ্যে পুনর্ববহাল না করলে রাজপথে কর্মসূচি দেয়ার ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

অভিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারী ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সাংবাদিকদের ওপর এমন হামলা সম্পূর্ণ জুলাইয়ের স্পিরিটবিরোধী। এ ধরনের কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তারা কোনো দলের নেতা-কর্মী হতে পারে না। তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এই ঘটনার পর ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রশাসন কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। অভিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

সম্প্রতি একটি সংবাদ প্রকাশের জেরে আরটিভি থেকে সিনিয়র রিপোর্টার অরণ্য গফুর এবং সাব এডিটর মাহফুজ উদ্দিন খানকে অবৈধভাবে চাকরিচ্যুতের বিষয়ে ইসরাফিল ফরাজী বলেন, দুই সাংবাদিকের অবৈধ চাকরিচ্যুতের ঘটনায় এখন পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই সাংবাদিককে চাকরিতে বহাল না করলে রাজপথের কর্মসূচি ঘোষণা করবে গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী সংগঠন জুলাই রেভল্যুশনারি জার্নালিস্ট’স অ্যালায়েন্স (জেআরজেএ)।

সর্বশেষ নিউজ