যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব একটি ফেসবুক পোস্টে বলেছেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে, এর পেছনে গুম কমিশন ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে ড. গালিব লেখেন, ‘গুম-খুনে অভিযুক্ত সেনা অফিসারদের বিচার যে আজকে এই পর্যন্ত আসছে, এর পেছনে গুম কমিশন এবং ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের বিশাল অবদান আছে।’
তিনি আরও লেখেন, আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে যাওয়া বড় দলগুলোর প্রতি তাঁর প্রত্যাশা, তারা যেন তাজুল ভাইয়ের নেতৃত্বাধীন বর্তমান প্রসিকিউশন টিমে কোনো পরিবর্তন না আনে।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আগামী নির্বাচনে যে বড় দলগুলো অংশগ্রহণ করবে, তাদের সবার কাছ থেকে আমরা এই প্রতিশ্রুতি চাই যে তাজুল ভাইয়ের নেতৃত্বে যে প্রসিকিউশন টিম আছে, সেটিতে তারা তাদের সময়ে কোনো পরিবর্তন করবে না।’