ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিদ্যুৎ সংযোগে অনিয়ম রোধে আদাবর জোনে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে এনফোর্সমেন্ট টিম প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী ও শোয়াইব ইবনে আলমের সমন্বয়ে এনফোর্সমেন্ট টিম প্রেরণ করা হয়।
অভিযানের সময় এনফোর্সমেন্ট টিম সুনিবিড় হাউজিংয়ের ৩ নং রোডের ৫৫ নং বাড়ি এবং চন্দ্রীমা মডেল টাউনের ১৫ ও ১৬ নং বাড়ি সরেজমিনে পরিদর্শন করে। বিল্ডিংয়ের এলটি ও এইচটি লাইন যাচাই করে এবং ডিপিডিসি; আদাবর শাখায় সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে।
এনফোর্সমেন্ট টিম গ্রাহক সেবার মান বৃদ্ধি ও অধিকতর জবাবদিহিতা নিশ্চিতে স্বাক্ষর ও মোবাইল নম্বরসহ মিটার রেজিস্ট্রার খাতা মেইনটেইন করার নির্দেশনা প্রদান করে। সকল রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।