সুনামগঞ্জে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে বজ্রপাতে দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নে ২ জন এবং জামালগঞ্জের পাকনায় একজনের মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে ২৮ সেপ্টেম্বর দিনাজপুর সদর উপজেলায় বজ্রপাতে বিকাশ চন্দ্র রায় (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত বিকাশ উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের বড়ইল বনকালী এলাকার দক্ষিণপাড়া গ্রামের রতিপদ রায়ের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে হেঁটে হেঁটে বনকালী বাজার থেকে বাসার দিকে রওনা হন বিকাশ। পথে চায়না কোম্পানি এলাকায় পৌঁছালে বজ্রপাত হয়। এ সময় বজ্রাঘাতে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।