নতুন বছরের প্রথম দিনে দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান নিজেদের পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করেছে। যেকোন ধরনের সংঘাত ও সংঘর্ষের ঘটনার মধ্যেও এসব স্থাপনায় আক্রমণ করা যাবে না, বলে প্রতিশ্রুতি দেয় পারমাণবিক শক্তিধর এই দুই দেশ। দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বকালের মধ্যে সবচেয়ে তলানিতে থাকা সত্ত্বেও ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত প্রতিবছরের প্রথম দিনে এমন রীতি মেনে আসছে দু’দেশ। খবর হিন্দুস্তান টাইমস।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১ জানুয়ারি) বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ‘ ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর সই হওয়া সেই পুরোনো চুক্তির আওতায় ইসলামাবাদে ভারতীয় মিশনের কাছে পারমাণবিক স্থাপনার একটি তালিকা হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে নয়াদিল্লিতে পাকিস্তানি মিশনের কাছেও এ ধরনের তালিকা দিয়েছে ভারত।
চুক্তি অনুযায়ী এই অতিগুরুত্বপূর্ণ এই তালিকাটি প্রতি বছর ১ জানুয়ারি আদান-প্রদান করা হয়। চুক্তি সইয়ের চার বছর পর ১৯৯২ সাল থেকে এটি কার্যকর হয়।