ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে একটি সংগঠন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ‘ওয়াসার নিরাপদ পানি আন্দোলন’ নামে সংস্থাটি ওয়াসা ভবনের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানায়।
সংগঠনটির সদস্য মিজানুর রহমান বলেন, ‘আমরা জেনেছি যে ওয়াসার এমডি পদত্যাগ করেছেন বা তাকে অপসারণ করা হয়েছে। তবে শুধু পদত্যাগের মাধ্যমে তার কীর্তিকলাপের কোনো সমাধান হবে না। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, আমরা সেসবের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। সেজন্য তাকে গ্রেপ্তার করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা তার শাস্তি চাই, কারণ এই ওয়াসার পানির সঙ্গে লাখো মানুষের জীবন জড়িত। বছরের পর বছর তিনি আমাদের দূষিত পানি খাইয়েছেন। এ ছাড়া, আজ পানির দাম যে এতো বেড়েছে, সেটার পেছনেও তার দুর্নীতি দায়ী।’
আগামী শনিবারের মধ্যে দাবি পূরণ না হলে রোববার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান মিজানুর রহমান।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল বুধবার পদত্যাগ করেছেন তাকসিম এ খান। ২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পান তিনি। এরপর গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি। এই ১৫ বছরে তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ আছে। তার সময়ে ঢাকা ওয়াসার পানির দাম ১৬ বার বেড়েছে।