ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আজ সকাল ১১টা ৪৫মিনিটে গ্রেফতার করা হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। বিমানবন্দর থেকে গ্রেফতার করে মাহিকে নেওয়া হয় গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) হেডকোয়ার্টারে।এরপর দুপুরে তাকে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে মাহির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চায় পুলিশ।কিন্তু আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, পবিত্র ওমরাহ পালন করতে যেয়ে মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুসের অভিযোগ করেন। এইদিকে পুলিশের বিরুদ্ধে করা চিত্রনায়িকা মাহিয়া মাহির অভিযোগ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।