১৩ জুন ২০২৫, শুক্রবার

অভিযোগ প্রমাণিত হলে জেলেও যেতে রাজি সালাউদ্দিন তানভীর

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

তদবির বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে দুদকের জিজ্ঞাসাবাদে অংশ নিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সাময়িক বরখাস্ত হওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীর। তিনি জানান, অভিযোগ প্রমাণিত হলে জেলেও যেতে রাজি আছেন।

বুধবার (২১ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হাজিরা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তানভীর। সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে কমিশন।

সাংবাদিকদের তিনি বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এতে আমি ব্যক্তিগত ও পারিবারিকভাবে অপমানিত হয়েছি। আমি চাই সুষ্ঠু তদন্ত হোক এবং যদি দোষী প্রমাণিত হই, তাহলে জেলেও যাব।

তানভীর বলেন, ১১০ কোটি, ২৫০ কোটি বা ৪০০ কোটি—এ ধরনের দুর্নীতির অঙ্ক বারবার গণমাধ্যমে আসছে। এগুলোর কোনও ভিত্তি নেই। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই ধরে নিতে হবে সে মহাশক্তিশালী? এটা তো যুক্তিযুক্ত নয়।

উল্লেখ্য, তদবির বাণিজ্য, টেন্ডার দুর্নীতি, চাঁদাবাজি ও নামে-বেনামে সম্পদ অর্জনের অভিযোগে তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এর প্রেক্ষিতে গত ১৫ মে তাকে তলব করে চিঠি দেয় কমিশন। এর আগে, ২১ এপ্রিল এনসিপি তাকে যুগ্ম সদস্যসচিব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়।

সর্বশেষ নিউজ